শুধু বাংলাদেশ নয়, এশিয়ার সকল দেশেই ডেঙ্গু রোগী বেড়েছে- মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ১২ নভেম্বর:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ডেঙ্গু কেবল বাংলাদেশেই নয় এশিয়া মহাদেশের সকাল দেশেই রোগীর সংখ্যা বাড়ছে।

তিন শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত টিসিবি’র বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, । ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে। বাড়ির আশেপাশের এলাকায় জমে থাকা পানি পরিস্কার করতে হবে। প্রয়োজনে স্প্রে করতে হবে। পৌর এলাকায় ড্রেন ও নরদমায় বেশী করে স্প্রে করা দরকার। ডেঙ্গুর প্রকোপে দেশে এখনো পর্যন্ত প্রায় দুইশো ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি তেমন একটা আসবে না তখন ডেঙ্গুর প্রকোপ কমতে পারে।

স্বাস্ত্যমন্ত্রী আরো বলেন সরকার কোনো কিছুর দাম বাড়ায় নাই। রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারনে বিশ^ বাজারে তেলের দাম তিনগুন বেড়েছ। পৃথিবীতে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বিশ^ বাজারে সকল দেশেকেই চড়া মুল্যে খ্যাদ দ্রব্য কিনতে হচ্ছে। তাই বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।

তিনি আরো বলেন, তেল ও প্রেট্রোলের কারনে অভ্যন্তরীন যোগাযোগ খরচ বেড়েছে, কৃষকের সারে দাম বেড়েছে। রাশিয়া- ইউক্রেন যুদ্ধের পর আবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। ঝড় বৃষ্টি হচ্ছে। বন্যা হচ্ছে। আবার পৃথিবীর কোন কোন দেশে খড়াও হচ্ছে। বাংলাদেশেও তার বাইরে নয়। যার প্রভাব পড়েছে পণ্য সামগ্রীতে।

স্বাস্থমন্ত্রী আরো বলেন, দেশের জনগণের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে সরকার লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার উদাহরণ এই টিসিবি। টিসিবি’র মাধ্যমে প্রায় সাড়ে সাতশো টাকার পণ্য ক্রয় করতে পারবেন মাত্র সাড়ে চারশো টাকার বিনিময়ে। সারাদেশেই এই কার্যক্রমের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ^র পাল উপস্থিত ছিলেন। জেলায় ২২ হাজার ২ শত ৪০ জন টিসিবি’র পণ্যের কার্ডধারী রয়েছেন।

এছাড়াও মন্ত্রী গড়পাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক স্থানীয় জনগণের সুবিধার জন্য একটি গ্রামীন এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ভোধন করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ নভেম্বর ২০২২।

আরো পড়ুুন