শীতে বেখেয়ালি হওয়া যাবে না: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ৪ ডিসেম্বর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শীতকালীন সময়ে আমাদের দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। ইতিপূর্বে আমরা করোনা মোকাবেলায় অনেক ভাল কাজ করেছি। যার ফলে আমাদের দেশে মৃত্যুহার কম ছিল। তাই শীতকালে আমাদের বেখেয়ালি হওয়া যাবে না। তাহলে আমরা বিপদে পড়ে যাব। তাই পূর্বের অবস্থান ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তাহলেই আমরা করোনা থেকে অনেকটা নিরাপদে থাকবো।

শুক্রবার বেলা ২ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় জেলার সর্ব বৃহৎ কাঁচা ও পাকামালের আড়ৎ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আড়ৎ এর ব্যবসায়িদের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নবনির্মিত এই আড়ৎ এ ৩০০ টি দোকান রয়েছে। স্থানীয় কৃষকরা খুব সহজেই তাদের উৎপাদিত শস্য এখানে বিক্রি করতে পারবেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ ডিসেম্বর ২০২০।

 

আরো পড়ুুন