শিবালয় প্রতিনিধি, ২৬ নভেম্বর
মানিকগঞ্জের শিবালয়ে বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন হেলথ এসিস্ট্যান্টরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবালয় উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মবিরতি পালন করেন।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের শিবালয় শাখার সভাপতি আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, জেলার সভাপতি আবু ওয়ারেশ পাশা পলাশ, আহ¦ায়ক বিলকিস আরা বেগম, সদস্য সচিব আফরোজা আক্তার প্রমুখ।
এসময় বক্তরা বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ন কাজ টিকা দেওয়ার কাজ করে থাকি। পৃথিবীর কোথাও নন টেকনিক্যাল ব্যাক্তিরা টিকা দানের মত গুরুত্বপূর্ন কাজ করেনা। আমরা চাই আমাদের ডিপ্লোমা ডিগ্রি দিয়ে দক্ষতা বৃদ্ধি করে নন টেকনিক্যাল পদ থেকে টেকনিক্যাল পদে উন্নীত করা হোক।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ নভেম্বর ২০২০।