শিবালয়ে মাছ ধরার নৌকা ডুবি, নিখোঁজ এক

শিবালয় প্রতিনিধি, ২৬ আগস্ট.

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়ার মাঝামাঝি স্থানে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শরীফ (৩২) নামে একজন নিখোঁজ রয়েছেন। এঘটনায় তার সাথে থাকা অপর দুইজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানান, বুধবার সকাল ১০ টার দিকে শরীফসহ মোট তিনজন পদ্মায় মাঝ ধরছিলেন। পরে ঝড়ো বাতাসে তাদের নৌকা ডুবে গেলে শরীফ নিখোঁজ হন। অপর দুজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। তবে তারা রাজবাড়ির দৌলতদিয়া এলাকার বাসিন্দা বলে ধারনা করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গেলেও সেখানে কিছু পাওয়া যায়নি বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ আগষ্ট।

আরো পড়ুুন