শিবালয় প্রতিনিধি, ২০ জুন:
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাস চাপায় রিক্সা আরোহী মাজেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর একটার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের রামনগর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে নিজেদের রিক্সা নিয়ে স্বামী-স্ত্রী তাদের একটি জমি দেখতে যাচ্ছিলেন। রবংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে সামনে থেকে তাদের রিক্সাকে চাপা দেয় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মাজেদা বেগম মারা যান। আহত হয়েছেন তার স্বামী ফরিদ মিয়া।
ঘাতক বাস পুলিশের জিম্মায় নিতে পারলেও চালক ও সহযোগীকে আটক করা যায়নি। পরিবারের আবেদনের কারনে মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২১।