শিবালয়ে দুই কবরস্থান থেকে কঙ্কাল চুরি

শিবালয় প্রতিনিধি, ১১ আগষ্ট:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাতরাসিন ও বোয়ালি এলাকার দুটি কবরাস্থান থেকে ১২ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোন এক সময় দুবৃর্ত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাতরাসিন দক্ষিণ পাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী  বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে ছুটে যাই। গিয়ে দেখি ৬টি কবর খুঁড়া। এর মধ্যে ৫টি কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি নিয়ে গেছে।

অপরদিকে বোয়ালি কবরস্থানের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন বলেন, কাতরাসিনে কঙ্কাল চুরির খবর পেয়ে স্থানীয়রা বোয়ালি কবরস্থানে গেলে সেখানে কবর খোড়া দেখতে পায়। দুবৃর্ত্তরা এই কবরস্থান থেকেও ৭টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ আগষ্ট ২০২২।

আরো পড়ুুন