শিবালয় প্রতিনিধি, ১৯ অক্টোবর:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোমবার বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন ১২ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দেন। এ সময় জেলেদের নিকট থেকে উদ্ধার হওয়া ২ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
অপরদিকে শিবালয় সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাত জেলেকে এক বছর করে কারাদণ্ড দেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ অক্টোবর ২০২০।