শিবালয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

শিবালয় প্রতিনিধি, ২৯ এপ্রিল.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহরের নিজ বাসভবনে ব্যক্তিগত অর্থায়নে শিবালয় উপজেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুই শতাধিক দলীয় নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি, শাড়ি ও লুঙ্গি এ ঈদ উপহার দেন দুর্জয়।

এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, শিবালয় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ এপ্রিল ২০২২।

আরো পড়ুুন