শিবালয় প্রতিনিধি, ২৯ এপ্রিল.
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহরের নিজ বাসভবনে ব্যক্তিগত অর্থায়নে শিবালয় উপজেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুই শতাধিক দলীয় নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি, শাড়ি ও লুঙ্গি এ ঈদ উপহার দেন দুর্জয়।
এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, শিবালয় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ এপ্রিল ২০২২।