শিবালয় ২৫ আগষ্ট:
মানিকগঞ্জের শিবালয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ অবৈধ জাল ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভোর ৬ টা থেকে দুপুর পযন্ত শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন শিবালয় মৎস্য আড়ত, বারাদিয়া বাজার, জাফরগঞ্জ হাট, নয়াবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় নয়াবাড়ি এবাদত হোসেনের দোকান ও বাড়ি হতে চার বস্তা ( মুখ বাঁধা ) অবৈধ কারেন্ট জাল, চায়না দোয়ারী ছাড়াও বিভিন্ন ধরনের জাল বানানোর সরঞ্জাম জব্দ করা হয়।
পরে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন তার কাযালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৮ জাল ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা করে ৪০ হাজার এবং মাটি ও বালু ব্যাবস্থাপনা আইন ২০১০ এর আওতায় আরেক ব্যাক্তিকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযানে সহযোগিতা করেন শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা ।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ আগষ্ট ২০২০।