শিবালয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শিবালয় প্রতিনিধি, ২৭ আগষ্ট:

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষ (৫০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

বাসুদেব সিনহা বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে খোঁজ নিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাত কোন যানবাহনের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন