শিবালয়ের দুধর্ষ জুলহাস ডাকাত গ্রেপ্তার

শিবালয় প্রতিনিধি, ২৪ এপ্রিল:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরের দুধর্ষ ডাকাত জুলহাসকে গ্রেপ্তাতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, মাদকসহ ১২ টি মামলা রয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীরের নেতৃত্বে এক অভিযানে আলোকদিয়া চরের বাতেনের পাড়া থেকে তাকে গ্রেপ্তাতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠান।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম চরে অভিযান চালিয়ে শেখ মো. জুলহাস ওরফে জুলহাস (৫৩) ডাকাতকে গ্রেপ্তাতার করা হয়।

সম্প্রতি তিনি ঘরে আগুন লাগিয়ে ৯ মাসের অন্তসত্তা ছেলের বউ ও মেয়ের জামাইকে পুড়িয়ে হত্য করে। তার বিরুদ্ধে শুধু শিবালয় থানাতেই ১২ টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, জুলহাস যুবক বয়স থেকেই ডাকাতির সাথে জড়িত। বিভিন্ন মামলায় একাধিকবার জেলও খেটেছেন।

জুলহাস ডাকাত গ্রেফতারের খবরে চরাঞ্চলে স্বস্বি ফিরেছে বলে জানা গেছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ এপ্রিল ২০২১।

আরো পড়ুুন