শিবালয়ে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার চার

শিবালয় প্রতিনিধি, ৮ আগষ্ট

জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নূর এ আলম।

গ্রেফতারকৃতরা হলেন- শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের মো. হাসান, সজীব মিয়া, রুবেল মিয়া ও মোহাম্মদ বিজয় মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পৌছালে তার বন্ধু তরিকুলের সাথে দেখা হয়। পরে ওই ছাত্রী তরিকুলের সাথে ফলসাটিয়া এলাকার ফয়সালের বাড়িতে যায়। সেখানে ফয়সাল, আলামিন ও রাহুল নামের আরো তিনজন ছেলে মিলে কথাবার্তা বলছিল।

পরে দুপুর সাড়ে ১২টার সময় হাসান, সজিব, রুবেল ও বিজয় ওই ঘরে প্রবেশ করে তরিকুলদের বলে এখানে তোরা কি করছিস। পরবর্তীতে ছাত্রীর বন্ধু তরিকুলসহ সবাইকে ঘর থেকে বের করে দেয়। পরে অভিযুক্তরা ওই ছাত্রীকে ঘরের ভিতর আটকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ঘটনাটি যাতে কাউকে না বলে সে বিষয়ে তারা মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে ঘর থেকে বের করে দেয়।

ওসি শাহ নূর এ আলম আরো বলেন, মেয়েটির বাবা গতকাল শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ আগষ্ট ২০২৩।

আরো পড়ুুন