শিবালয় প্রতিনিধি, ২৭ আগষ্ট:
শিক্ষার্থীদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা নিশ্চিত করে মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে ছাত্র ইউনিয়নের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭আগস্ট) বেলা ১১টায় পাটুরিয়া ফেরীঘাট এলাকায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় শাখার উদ্যোগে ঘন্টা ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন, মানিকগঞ্জ জেলা সংসদের স্কুল বিষয়ক সম্পাদক ও রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হোসেনের সভাপতিত্বে, মানিকগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সংসদের সভাপতি এম আর লিটন, সহসভাপতি রুমা আক্তার, সহ সাধারণ জাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাকসহ আরও অনেকেই।
গমাবেশে রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেয়।
এসময় বক্তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং স্বাস্থ্য মনিটরিং করতে হবে। এছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য শিক্ষা রেশনিং চালু করতে হবে। শিক্ষার্থীদের হেল্থকার্ড প্রদান করতে হবে। নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নেরও দাবী করেন এসময়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ আগষ্ট ২০২১।