শাড ডাউনের সময় নিহতদের জন্য সাটুরিয়ায় মসজিদে মসজিদে দোয়া

সাটুরিয়া  প্রতিনিধি, ২৬ জুলাই:

শাড ডাউনের সময় আহতদের জন্য দ্রুত সুস্থ্যতা ও নিহতদের রুহের মাগফিরাত কামনায় সাটুরিয়ার সকল মসজিদে শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলাফিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নের সকল মসজিদেই এই দোয়ার মাহফিল বাস্তবায়ন করেন।
এ উপলক্ষে সাটুরিয়া মডেল মসজিদে শুক্রবার জুমার নামাজের পর দুপুর পোনে ২ টার দিকে দোয়া পরিচালনা করেন, পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মুসুল্লি ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া শাখার মডেল কেয়ারটেকার মাওলানা মো. হাবিবুল্লাহ, সাধারণ কেয়ারটেকার শাহিন সরকার, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা সালাহ উদ্দিনসহ আরও অনেকেই।

ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া শাখার ফিল্ড সুপার ভাইজার মো. সেলিম হোসাইন বলেন, জেলা কার্যালয়ের নির্দেশে সাটুরিয়া উপজেলার, বালিয়াটি, দিঘলিয়া, বরাইদ, তিল্লি, ফুকুরহাটি, সাটুরিয়া, হরগজ, ধানকোড়া এবং দরগ্রাম ইউনিয়নের ৩ শতাধিকের উপরের মসজিদে জুমার নামাজের পর শাড ডাউনের সময় আহতদের জন্য দ্রুত সুস্থ্যতা ও নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ কর্মকর্তা আরো বলেন, এমন আয়োজন ইসলামিক ফাউন্ডেশন সমগ্র দেশেই বাস্তবায়ন করছে।

অপরদিকে সাটুরিয়া মডেল মসজিদে একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের জাতিয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোর রুহের মাগফিরাতের জন্যও দোয়া করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জুলাই ২০২৪।

আরো পড়ুুন