শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়ায় প্রস্তুতি সভা
সাটুরিয়া প্রতিনিধি, ৩ ডিসেম্বর.
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সাটুরিয়ায় প্রস্তুতি সভা মঙ্গলবার সকাল ১১ টার দিকে হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দোলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন।
এতে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সাজাহান আলী সাজু, ৫ আগষ্টে শহীদ সাটুরিয়ার কৃতি সস্তান আফুকুল ইসলাম সাদের পিতা,সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর আহমেদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদ বিএসসি, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।
এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধান, ৫ আগষ্টের শহীদ পরিবারের সদস্য ও আহতরা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহণ করে।
সভায় জাতীয় বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সবাইকে এ বিষয়ে সর্বাত্বক সহযোগীতা কামনা করেন বক্তারা।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ৩ ডিসেম্বর ২০২৪।