সাটুরিয়া প্রতিনিধি, ২ ফেব্রুয়ারি:
সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর নির্বাচনী মতবিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে চর তিল্লি গ্রামের দারোগা আলীর বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলার নির্বাচনী জনসভায় ইউনিয়নে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তাহাজ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা ছাত্তার ডাক্তার, মুক্তিযোদ্ধা ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা আমির বেপারী, ইউনিয়ন ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি সোহেল মোল্লাসহ আরও অনেকে।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলা বলেন, আপনারা তিল্লি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সমর্থক ছিলেন, তাকে বাদ দিয়ে আমাকে আজ সমর্থন দিলেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে প্রায় ৩ শতাধিক মানুষ আমার পাশে দ্বারালেন। আমার মরহুম পিতা চেয়ারম্যান হিসেবে আপানাদের সেবা করে গেছেন। আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নয়, আপনাদের সেবক হতে চাই।
জনসভায় তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ ফেব্রুয়ারি ২০২১।