রাহাত মালেকের উদ্যোগে সাটুরিয়ায় জাতীয় শোক দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ২০ আগষ্ট:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পুত্র এবং মানিকগঞ্জ চেম্বার অফ কমাস এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর সভাপতি রাহাত মালেক শুভ্র এর সার্বিক সহযোগিতায় জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ডে সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা তানভির হোসেন খান মহিদের সভাপতিত্বে ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, ধানকোড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আব্দুল রউফ,সাটুরিয়া চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, দিঘলীয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, বরাইদ ইউপি চেয়ারম্যান হারুন আর রশিদ, তিল্লী ইউপি চেয়ারম্যান মোরছালিন বাবু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রাজ্জাক রাজ, দিঘুলীয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম রেজা সহ আরও অনেকে।

এ সময় সাটুরিয়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে ৭ শতাধিক গরীব দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ আগষ্ট ২০২১।

আরো পড়ুুন