রাতেও ঢাকা- আরিচা মহাসড়কে ১২ কিলোমিটার জুড়ে যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ জুলাই:

পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কের ১২ কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। এতে শুক্রবার দিনভর হাজার হাজার যানবাহনের যাত্রীরা ১০-১২ ঘন্টা অপেক্ষা করে ফেরিতে উঠাতে সিমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, শুক্রবার রাত ১০ টার দিকে  পাটুরিয়া ঘাট এলাকা থেকে ১২ কিলোমিটার যানজট রয়েছে । রাত ১২ টা পযন্ত এ যানবাহনের সংখ্যা আরো বাড়বে।

বিআইডব্লিউটিসি ও মানিকগঞ্জ পুলিশ বিভাগ বলেন,  অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণেই  পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার ভোর থেকে রাত অবদি ঢাকা- আরিচা মহাসড়কে দিন ভর তিব্র যানজট ছিল। এতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশ পথ বলে খ্যাত পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কাযালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন,  তীব্র স্রোতের  কারনে জুলাই মাস জুড়েই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। আর শুক্রবার ভোর রাত থেকে ঘাট এলাকায় অস্বাভাবিক যানবাহনের কারনে মারাত্তক যানজট সৃষ্টি হয়। শুক্রবার রাতেও ঘাট এলাকায় শত শত যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। তরে রাত বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে।

শুক্রবার দুপুরের দিকে পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জে বাস ষ্টান্ড পযন্ত যানজট ছিল। সেটা বিকালের দিকে ধামরাই এলাকায়ি গিয়ে ঠেকে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, গত কয়েকদিন ধরে যানবাহনের চাপ কম থাকলেও। বৃহস্পতিবার রাত থেকে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। সেটা  শুক্রবার পাটুরিয়া থেকে  ধামরাই এলাকায় গিয়ে ঠেকে।

বিআইডব্লিউটিসি আরিচা কাযালয়ের সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, পাটুরিয়া  -দৌলতদিয়া নৌরুটে ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। তীব্র স্রোত ও অতিরিক্ত যানবাহন, যাত্রীদের চাপে আমাদের ফেরি চলাচল মারাত্বক ব্যাহত হচ্ছে। তবে আমারা সর্বোচ্চ চেষ্টা করছি যেন হাজার হাজার মানুষ তাদের বাড়ি গিয়ে ঈদ উদযাপন করতে পারে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ জুলাই ২০২০।

আরো পড়ুুন