যৌথবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘন্টা পর বিদ্যুত পেল মানিকগঞ্জবাসী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ অক্টোবর:

দূর্ণীতির অভিযোগে সারাদেশে পল্লীবিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারনের প্রতিবাদে মানিকগঞ্জের পুরো জেলায় বিদ্যুত বন্ধ করে দেয় পল্লী বিদ্যুত সমিতি।

বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। পরে যৌথবাহিনীর হস্তক্ষেপে বেলা আড়াইটার দিকে জেলায় বিদ্যুত চালু করা হয়।

জানাগেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের স্বপদে বহালের দাবীতে বিদ্যুত বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, জেলা প্রশাসনের কর্মকর্তারা আসেন। এসময় পল্লীবিদ্যুতের চারজন কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের হেফাজতে নেয়। পরে সাড়ে তিন ঘন্টা পর সারাজেলায় বিদ্যুত সচল হয়।

মানিকগঞ্জ পল্লীবিদ্যুতের নাম প্রকাশ্যে অনিচ্ছিুক এক কর্মকর্তা বলেন, গত কয়েক দিন ধরে দুই দফা দাবিতে সারা দেশে পবিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তাঁদের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন করতে হবে এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবী। এদিকে দুর্নীতির দায়ে বৃহস্পতিবার সারা দেশে পবিসের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ও দুই দফা দাবিতে সকালে মানিকগঞ্জ সদরের বাগজান এলাকায় অবস্থিত পবিসের প্রধান কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, বিদ্যুত সংযোগের খবর পেয়ে সেনাবাহিনীর দুটি ট্যাংকসহ সেনাসদস্যরা জেলার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে যান। পরে আমাদের ফোর্সসহ র‌্যাবের সদস্যরা পবিস কার্যালয়ে যাই। পবিসের জেলার জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. সুলতান নাছিমুল হকসহ পবিসের কর্মকর্তাদের নিয়ে যৌথ বাহিনীর সদস্যরা আলোচনা করে বিদ্যুৎ–সংযোগ চালু করা হয়।

দীর্ঘ সময় বিদ্যুত বন্ধ থাকায় চরম ভোগান্তিত পরে মানিকগঞ্জবাসী।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ অক্টোবর ২০২৪।

আরো পড়ুুন