মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ মে
নির্বাচন কমিশনা মো: আলমগীর বলেছেন, ইভিএম নিয়ে আস্থা ও অনাস্থার বিষয় আছে, কিছু কিছু রাজনৈতিক দল ইভিএম নিয়ে আপত্তি করছেন, যুক্তিসংগত আপত্তি থাকলে ত আমরা নির্বাচন কমিশন ত ৩০০ আসনে ইভিএম দিয়ে নির্বাচন করতে পারি না।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।
মো: আলমগীর আরও বলেন, রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসা এগুলো দেখবেন সরকার এবং রাজনৈতিক দল, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেয়া প্রয়োজন আমরা নেব এবং আমাদের কাজের মাধ্যমে তা প্রমান করতে পারলে রাজনৈতিক দলগুলির মধ্যে আস্থা ফিরে আসবে।
তিনি আরো বলেন, আমাদের কাছে যে পরিমান ইভিএম আছে তা দিয়ে এক শত থেকে একশত বিশ-পচিশ টি আসনে নির্বাচন নিতে পারবো। ইভিএম নিয়ে যেহেতু আস্থা-অনাস্থার বিষয় আছে আমরা বিশেষজ্ঞ নিয়ে পরীক্ষা করবো ইভিএমে কোন ত্রুটি আছে কিনা। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
নির্বাচন কমিশনা মো: আলমগীর বলেন, ইভিএম ভোটে যদি রাজনৈতিক দলের অবিস্বাস থাকে, আমরা সুষ্ঠ ভোট করি, রাজনৈতিক দলগুলি যদি বলে ইভিএমের জন্য তারা হেরে গেছে, তাহলে ত বিতর্ক রয়েই গেল। সেই বির্তকে আমরা থাকব না।
কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে বলেন, প্রতিটি কেন্দ্রে ও ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে। ৪৮ ঘন্টা করে নির্বাচনের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত সিসি ক্যামেরায় রেকর্ড থাকবে।
এসময় জেলা প্রশসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মে ২০২২।