মেজর জিয়া ও আকরাম বিদেশে গা ঢাকা দিয়ে আছে: হরিরামপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

হরিরামপুর প্রতিনিধি, ২১ ডিসেম্বর:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ‘মেজর জিয়া’ নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেন বিদেশে গা ঢাকা দিয়ে আছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে মেজর জিয়া ও আকরামের ব্যাপারে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা দেয়ার একদিন পরই স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানালেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। ওই সময় আমাদের দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। তবে আমাদের দেশের নিরাপত্তায় ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিগণ তাদের সকল কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি, কিন্তু আমাদের কাছে থাকা তথ্য বলছে- তারা অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভপতি ও  ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহম্মেদ, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ ডিসেম্বর ২০২১।

আরো পড়ুুন