মুনার পানি বৃদ্ধিতে ঘাট ডুবে থাকায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট

শিবালয় প্রতিনিধি, ২০ মে.

যমুনার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট দেখা দিয়েছে। পাটুরিয়া ঘাটের ৫ টি পন্টুনের মধ্যে ৩ টি রাতে পানির নিচে ছিল ফলে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়।
শুক্রবার সকালে ৪ নাম্বার ঘাট উচু করলেও ১ ও ৫ নাম্বার ঘাট এখনও পানির নিচে রয়েছে। ফলে ফেরি পারা পার ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, যুমনার নদীর পানি গতকাল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে পাটুরিয়ার ৩ টি ঘাট ডুবে যাওয়ায়। এতে রাতে ফেরি পারা পার মারাত্বক ব্যাঘাত ঘটে। ফলে ঘাট এলাকায় তিব্র যানজটের সৃষ্টি হয়। সকালে ১ টি ঘাট উচু করলেও ২ টি ঘাট পানির নিচে রয়েছে তবে উচু করার কাজ চলমান রয়েছে। ১৯ টি ফেরির মধ্যে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। তবে ঘাট সংকটের কারনে সব ফেরি চালানা যাচ্ছে না।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিত্বে যাত্রীবাহী বাস ও ব্যাক্তিগত যানবাহন ফেরি পারা পার করা হচ্ছে। এর সাথে কিছু জুরুরী কাচা পণ্যবাহী ট্রাকও পারা পার করা হচ্ছে।

তাদের সর্বশেষ খবর অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উথুলি সংযোগ মোড়, পাটুরিয়া দুটি টার্মিনাল, ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস ও ২ শতাধিক ব্যক্তিগত যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। সাপ্তাহিক ছুটি ও ঘাট ডুবে যাওয়ায় বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বাড়ছে । এতে হাজার হাজার যাত্রী ও যানবাহন শ্রমিকদের সীমাহিন দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে।

এ দিকে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. ফারুক হোসেন বলেন, গেল ২৪ ঘন্টায় যুমনার নদীর আরিচা পয়েন্টে ৮৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মে ২০২২।

আরো পড়ুুন