হরিরামপুর প্রতিনিধি , ৭ জুন:
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মানিকগঞ্জে পুলিশের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপারের আঙ্গীনায় ও হরিরামপুর থানায় এসব বৃক্ষ রোপন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, মুবিজ বর্ষ উপলক্ষ্যে মানিকগঞ্জে পুলিশের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে হরিরামপুর থানা আঙ্গীনায় শতাধিক বিভিন্ন প্রজাতির আমের চারা রোপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি রেজাউল করিম, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ডিবি ওসি মোহাম্মদ হানিফ সরকার প্রমুখ।
এর আগে সোমবার সকালে পুলিশ সুপারের আঙ্গীনায় উইপিন গাচের চারা রোপন করা হয়। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ জুন ২০২১।