সাটুরিয়া প্রতিনিধি, ৬ জানুয়ারী:
মুজিব বর্ষ উপলক্ষে মানিকগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও পিকাপ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৫ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
এ সময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা, মহিলা ভাইরস চেয়ারম্যান শিউলি আক্তার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রামের আওতায় ৭০% কৃষি প্রণোদনায় সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ২টি পিকাপ, ৬টি ট্রাক্টর, ৬টি করে ধান ও ভুট্রা মারাই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ জানুয়ারী ২০২১।