সাটুরিয়া প্রতিনিধি, ৩০ জুন:
মুজিব বর্ষ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবলীগ নেতা মো. তানভির হোসেন খান মুহিদের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো. তানভির হোসেন খান মুহিদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
এসময় সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম রেজা, হরগজ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. আব্দুস ছালাম, বরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহরাব হোসেন, দড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, বালিয়াটী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চাড়া বিতরণ করা হয়।
সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো. তানভির হোসেন খান মুহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের আহবানে আমার ব্যাক্তিগত উদ্যোগে এ গাছের চাড়া রোপণ ও বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আমরা প্রতিটি ইউনিয়নে শতাধিক গাছের চাড়া রোপণ করব। এ বর্ষা মৌসুমে যুবলীগের পক্ষে গাছের চাড়া রোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ জুন ২০২১।