মুজিববর্ষ উপলক্ষে মানিকগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে বৃক্ষ রোপণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ অক্টোবর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সোসাইটি অফ ডক্টরস এন্ড স্টুন্ডেন্স অফ মানিকগঞ্জ এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার দুপুরে সোসাইটির উদ্যোগে মানিকগঞ্জের ২৫০ শয্যা হাসপাতাল ও কর্ণেল মালেক মেডিকেল কলেজে নানা ধরনের বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্তাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইরফানুল ইসলাম, মানিকগঞ্জ সদর হাসপতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান, বিএমএ মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালের সমন্বয়ক ডা. মানবেন্দ্র সরকার মানব।

এসময় আরও উপস্থিত ছিলেন এসডিএসএম’র সাধারণ সম্পাদক ডা. কাজী আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত এ খুদা স্বপন, অভিজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক দেবলীনা বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহজাদ জাহান, সমাজ কল্যাণ বিষয়ক সুনীতি কুমার দাশ, মৃন্ময় মানব, আতিকুর রহমান, বিশ্বজিৎ সরকার প্রমুখ।

এসডিএসএম’র সাধারণ সম্পাদক ডা. কাজী আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত এ খুদা স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসারে সারা দেশে ১ কোটি চারা রোপণের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হল। আজ দুটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ করা হল। পর্যায়ক্রমে জেলার ৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বৃক্ষ রোপণ করা হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ অক্টোবর ২০২০।

আরো পড়ুুন