সাটুরিয়া প্রতিনিধি, ১৭ মার্চ:
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মুখে বিরত্বগাথা কাহিনী শুনল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার মো. মুমিন উদ্দিন খান, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া, হরগজ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাকাসহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করে।
এর আগে কয়েক শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের একটি রোড শু মানিকগঞ্জ শহর থেকে শুরু করে হরগজ ইউনিয়নের হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। মুক্তিযোদ্ধাদের মুখে বিরত্বগাথা কাহিনী বলার পর উপজেলার ৯টি ইউনিয়ন প্রদক্ষিণ করার উদ্যেশ্যে বিদ্যালয় প্রাঙ্গন ছেড়ে যায়।
ছবির ক্যাপশন: মুক্তিযোদ্ধের বিরত্বগাথা শিক্ষার্থীদের উদ্যেশ্য কাহিনী শুনাচ্ছেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ মার্চ ২০২২।