মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ নভেম্বর.
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এ প্রতিবেদন লিখা পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর কোন খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জে একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারের উপস্থিতি বেশী।
বেতিলা – মিতরা ইউনিয়নের নবারুণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, উৎসব মুখর ভোট গ্রহণ চলছে। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৭ জন। ৭ টি বুথে ভোট গ্রহণ চলছে।
বাড়াই ভিকরা গ্রামের আবুল কাশেম বলেন, দীর্ঘক্ষণ লাইনে দ্বারিয়ে আছি। তবুও ভাল লাগছে ভোট দিতে পারায়।
একই গ্রামের আবুল হোসেন বলেন, যাদের ডাকলেই কাছে পাব, তাদের ভোট দিব।
নবারুণ কেন্দ্রে ভোট দিতে আসা জামিরন বিবি বলেন, নারীদের অধিকার নিয়ে যারা পাশে থাকবে তাদের ভোট দিব।
অরঙ্গাবাদ গ্রামের আবাবিল মুল্লা বলেন, সকাল ১০ টার দিকে ভোট দিয়েছি পছন্দের প্রার্থীদের। আমরা চাই নির্বাচন সুষ্ঠ হোক।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো . সাহিদ হোসেন বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ১ হাজার ৬৯০। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা এক লাখ ৮১১ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৮৭৯। সদর উপজেলার গড়পাড়া এবং জাগীর ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের দুই প্রার্থী।
বাকী ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন মোট ৩৮ জন প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতিকের বিদ্রোহী রয়েছেন ১১ জন। ১০টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে প্রার্থী রয়েছে ৩৩৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে রয়েছে ১০৭ জন।
মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে সদর উপজেলার প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৯০টি কেন্দ্রের ৪৮৩টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠ করতে পুলিশের সাথে বিজিবি, রাব, মেজিষ্ট্রেট কাজ করছে।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৮ নভেম্বর ২০২১।