মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ নভেম্বর
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নৌকা মনোনিত প্রার্থী মো. জাকির হোসেন ও আফসার উদ্দিন সরকার।
রোববার (২৮ নভেম্বর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করেন।
এছাড়া দিঘী ইউনিয়নে আখতার উদ্দিন আহমেদ রাজা (স্বতন্ত্র), নবগ্রাম ইউনিয়নে গাজী হাসান আল মেহেদি সুহাস (নৌকা), পুটাইল ইউনিয়নে মহিদুর রহমান মহিদ (নৌকা), ভাড়ারিয়া ইউনিয়নে আব্দুল জলিল (নৌকা) হাটিপাড়া গোলাম মনির হোসেন (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে সেলিম হোসেন বিপ্লব (নৌকা), আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা), বেতিলা-মিতরা ইউনিয়নে আসমত আলী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হন।
সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা দুই লাখ ১ হাজার ৬৯০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮১১ এবং পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৭৯। সদর উপজেলার জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ ব্যতিত অপর ৮টি ইউনিয়ন পরিষদে মোট ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সাধারন সদস্য পদে ৩৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৮ নভেম্বর ২০২১।