মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ জুন

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদ নির্বাচন অনিুষ্ঠিত হয়।

সভাপতি পদে গোলাম ছারোয়ার ছানু পেয়েছেন ৪৩ ভোট, তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব পেয়েছেন ৪৫ ভোট, তার নিকটতম প্রার্থী মো. আকরাম হোসেন পেয়েছেন ৮ ভোট।

সোমবার (২৮ জুন) দুপুর ৩টা থেকে ৫ টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার মতিউর রহমান। এসময় প্রধান নির্বাচন কমিশনার সাব্বিরুল ইসলাম সাবু ও নির্বাচন কমিশনার আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) এবং গাজী ওয়াজেদ আলম (মাছরাঙ্গা টিভি), যুন্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১টিভি), সহ-সম্পাদক রিপন আনসারি (জিটিভি), কোষাদক্ষ শাহিনুল ইসলাম তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (বার্তা২৪.কম) এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী (চ্যানেল ২৪) নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ৫৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ জুন ২০২১।

 

আরো পড়ুুন