মানিকগঞ্জ প্রতিনিধি, ১ ডিসেম্বর
সংবাদ সম্মেলন করে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মানিকগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় নিজ বাসভবনে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম এবার দলের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন না পাওয়ার পরও সোমবার পর্যন্ত তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রসঙ্গত, গত নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম ১৩ হাজার ৪৪৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ যাদু পেয়েছিলেন ১২ হাজার ২০৮ ভোট এবং আওয়ামী লীগের রমজান আলী পেয়েছিলেন ৯ হাজার ৯১৬ ভোট।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ ডিসেম্বর ২০২০।