মানিকগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকে রমজান নির্বাচিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ ডিসেম্বর

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মো: রমজান আলী বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৩১,৫৮৫ ভোট। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষের প্রতীকের আতাউর রহমান আতা পেয়েছেন ২,৩৩৪ ভোট।

এছাড়া ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), ২নং ওয়ার্ডে নূরুল ইসলাম কুন্ঠা (স্বতন্ত্র), ৩ নং ওয়ার্ডে তছলিম হৃদয় ( আঃলীগ). ৪ নং ওয়ার্ডে আরশেদ আলী বিশ্বাস ( আঃলীগ), ৫ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক রাজা ( আঃ লীগ), ৬ নং ওয়ার্ডে শায়েক শিবলী ( আঃলীগ ), ৭ নং ওয়ার্ডে মোঃ কবির হোসেন (আঃলীগ), ৮ নং ওয়ার্ডে আবু মোঃ নাহিদ ( বিএনপি) ও ৯ নং ওয়ার্ডে উজ্জ¦ল হোসেন ( আঃলীগ)

অপর দিকে সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে নাজমা আক্তার ( আঃলীগ), ৪.৫.৬ নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা ( আঃলীগ) ও ৭.৮.৯ নং ওয়ার্ডে জেসমিন আক্তার ( আঃলীগ

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার এবং রিটানিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সন্ধ্যার দিকে ফল ঘোষণা করেন।

এরপরই রমজান আলীর শহরের বাসভবনের সামনে আওমীলীগের নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে নবাগত মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ ডিসেম্বর ২০২০।

আরো পড়ুুন