মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ ডিসেম্বর:
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস করোনার সংক্রমনরোধে মানিকগঞ্জে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।
তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরের শহীদ রফিক মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মানিকগঞ্জ জেলা এনজিও সম্বয় কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু এবং জেলা এনজিও সমন্বয় কমিটির কর্মকর্তাসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে বৃহস্পতিবার এবং আগামীকাল জেলা শহরের ৮টি স্পট থেকে ২০ হাজার মাস্ক বিতরণ করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ ডিসেম্বর ২০২০।