মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ জুলাই:
মানিকগঞ্জে অসহায় কর্মহীন দুই হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ ।
শুক্রবার দুপুরে জেলা পরিষদ চত্ত্বরে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজসহ জেলা পরিষদের সদ্যসরাও উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বলেন , করোনাকালিন সময়ে লকডাউন থাকার কারনে অনেক পরিবার কষ্টে আছেন। বর্তমান সরকারের সময় কোন মানুষ না খেয়ে মারা যাবে না। প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা পরিষদের মাধ্যমে বিগত দিনেও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে ২ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি এবার স্বাস্থ্য সুরক্ষাও বিতরণের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুলাই ২০২১।