মানিকগঞ্জ প্রতিনিধি, ৯ আগষ্ট:
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খান মাদক মামলায় ৩ মাসের জেলে দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
হামজা খান মানিকগঞ্জ পৌরসভার মৃত মালেক খানের ছেলে।
৮ আগস্ট রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম পৌরসভার বেউথা ব্রিজের কাছ থেকে জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খানকে মাদকসহ আটক করেন। এ সময় তার কার্যালয়ে আদালত বসিয়ে মাদক আইনে ছাত্রলীগ নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ আগষ্ট ২০২০।