মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ নভেম্বর
মানিকগঞ্জের পদ্মা এবং যমুনা নদীর অংশে মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানান, মানিকগঞ্জের শিবালয়ের আরিচা থেকে দৌলতপুর উপজেলার নদী অংশে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার জন্য চারজন জেলেকে আটক করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম আকন্দ, মৎস্য অধিদপ্তরের কর্মচারী ও র্যাব-৪ মানিকগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ নভেম্বর ২০২০।