মানিকগঞ্জ প্রতিনিধি, ১ ডিসেম্বর:
মেয়াদোত্তীর্ণ বীজ, কীটনাশক ও পণ্য সংরক্ষণের অভিযোগে মানিকগঞ্জে পাঁচ দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে জেলার শিবালয় ও হরিরামপুরে এ অভিযান চালান মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, শিবালয়ের রূপসা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ কীটনাশক ও পণ্য সংরক্ষণের অভিযোগে রাজীব বীজ ভাণ্ডারকে ১০ হাজার টাকা, আশুতোষ ষ্টোরকে পাঁচ হাজার টাকা, সম্পা ষ্টোরকে পাঁচ হাজার টাকা, নারায়ণ ষ্টোরকে দুই হাজার টাকা ও হরিরামপুরের মাচাইন বাজারে পোদ্দার ষ্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে শিবালয়ের বরঙ্গাইলে ডাক্তারি পাশ না করেও নামের আগে ডাক্তার লিখে ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে রফিক মেডিকেল হলের স্বত্বাধিকারী ফজলুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ ডিসেম্বর ২০২০।