মানিকগঞ্জ প্রতিনিধি, ৯ জুলাই:
মানিকগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও এখনও ৪ হাজার হেক্টর জমির ফষল পানির নিচে। মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় ১৬ সেন্টিমিটার পানি কমেছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জে যমুনা নদীর শিবালয়ের আরিচা পয়েন্টে পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে পানি কমতে শুরু করলেও জেলার অনেক গ্রামের মানুষ এখনও পানি বন্ধী রয়েছে। হাজার হাজার হেক্টর জমির ফষল বানের পানিতে তলিয়ে গেছে। ঈদুল আযহাকে সামনে রেখে পশু মোটাতাজরণ খামারীরা রয়েছে বিপাকে। এসব এলাকায় পশু খাদ্য সংকটে পড়েছে।
মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ- সহাকারি কৃষি কর্মকর্তা গ্যানেশ চন্দ্র বলেন, জেলার ৭টি উপজেলার বিভিন্ন গ্রামের বোনা আমন, আউশ, ঢেরশ, মরিচসহ বিভিন্ন সবজির ক্ষেতে বানের পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ৯ জুলাই পর্যন্ত ৪ হাজার হেক্টার বিভিন্ন ফষল পানির নিচে রয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ জুলাই ২০২০।