শিবালয় প্রতিনিধি, ১১ জুলাই:
মানিকগঞ্জে যমুনা নদীর শিবালয়ের আরিচা পয়েন্টে ২৪ ঘন্টায় সকালে ৪ দিন পর ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পানি বাড়লেও বিপদসমীর ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ এ তথ্য জানিয়ে আরো বলেন, গত কয়েকদিন ধরেই পানি কমতে শুরু করেছিল। শনিবার ৪ দিন পর হঠাৎ করে পানি বাড়তে শুরু করে। যমুনার পানি আরও কয়েকদিন বাড়বেও জানান তিনি।
অপরদিকে জেলার ৭টি উপজেলার বিভিন্ন গ্রামের বোনা আমন, আউশ, ঢেরশ, মরিচসহ বিভিন্ন সবজির ক্ষেতে বানের পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
জেলার দৌলতপুর, হরিরামপুর, ঘিওর, শিবালয় ও সাটুরিয়ায় বিভিন্ন নদী পারে প্রতিদিনই নতুন নতুন এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিরা এসব এলাকা পরিদর্শন করে ভাঙ্গন প্রতিরোধে ব্যাবস্থা নেবার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধ্বতন কৃর্তপক্ষের নিকট চিঠি দিয়েছেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আমরা নদী ভাঙ্গন প্রতিরোধে আপদকালীন জিও ব্যাগ ফেলাচ্ছি। নতুন নুতন এলাকার ভাঙ্গন ঠেকানে ব্যাবস্থা নিচ্ছি।
৪ দিন পর যমুনায় পানি বাড়লেও জেলার অভন্তরীন ধলেশ্বরী, কালিগঙ্গা, গাজিখালিসহ সকল নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। গবাদি পশুর চারণ ভূমি বানের বানিতে তলিয়ে গিয়ে পশু খাদ্য সংকট দেখা দিয়েছে।
বন্যাকবলিত এলাকায় সরকারীবাবে ত্রাণ সামগ্রী দিলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে দাবী করেছেন সংশ্লিষ্টরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ জুলাই ২০২০।