মানিকগঞ্জে ৩ উপজেলায় ভোট গ্রহণ চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি, ২১ মে.

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২ ধাপে মানিকগঞ্জের ৩ টি উপজেলায় এক যোগে মঙ্গলবার সকাল ৮ থেকে ভোট গ্রহণ চলছে। সকাল ৯. ৪০ মিনিট পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর কোন খবর পাওয়া যায়নি।

জেলার শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় চলছে ভোট গ্রহণ, শেষ হবে বিকাল ৪ টায়।

মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, শিবালয় উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় ৭ ইউনিয়নে মোট ৬৫ টি কেন্দ্রের ৪২৪ কক্ষে ভোট গ্রহন চলছে। শিবালয়ে ১ লক্ষ ৫৪ হাজার ২ শত ৩১ ভোটার রয়েছেন।

ঘিওর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচন করছেন।

এ উপজেলায় ৭ টি ইউনিয়নের ৫৮ টি কেন্দ্রের ৩৮১ টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৫ শত ৫১ জন ভোটার রয়েছেন।

দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

দৌলতপুর উপজেলার ৮ টি ইউনিয়নে ৬১ টি কেন্দ্রের ৪৪৭ টি ভোট কক্ষে ভোট গ্রহন চলছে। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ১ শত ৯১ জন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, সুষ্ঠ ও অবাদ নির্বাচনের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২১ মে ২০২৪।

আরো পড়ুুন