মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ জুলাই:
মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় যুমনা নদীর আরিচা পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি কমেছে। সেই সাথে বিপদসমীর ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ এ তথ্য জানিয়ে আরো বলেন, মানিকগঞ্জে পানি ২৪ ঘন্টায় কমলেও স্তিতি রয়েছে। আগামী দুই একদিন পর পানি পূনরায় বাড়ার সম্ভবনা রয়েছে।
এদিক জেলার যমুনা ও পদ্মার পানি কমতে শুরু করলেও নদী ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছে নদী পারের মানুষ।
জেলার দৌলতুপুর ও হরিামপুর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত। তাছাড়া শিবালয় ও সাটুরিয়ায় নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে।
অপরদিকে জেলার ৪টি উপজেলার হাজার হাজার মানুষ এখনও পানিবন্ধী রয়েছে। এসব এলাকায় সরকারীভাবে ত্রাণ দিলেও তা পর্যাপ্ত নয় বলে দাবী করছেন ক্ষতিগ্রস্তরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জুলাই ২০২০।