মানিকগঞ্জে ২৪ ঘন্টায় যমুনায় ১২ সেন্টিমিটার পানি বেড়েছে

শিবালয় প্রতিনিধি  , ১২ জুলাই:

মানিকগঞ্জের যমুনা নদীর শিবালয়ের আরিচা পয়েন্টে ২৪ ঘন্টয় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বাড়লেও বিপদসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ এ তথ্য জানিয়ে আরো বলেন, গত দুই দিন ধরে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হয়েছে।

অপরদিকে জেলার ৭টি উপজেলার ৪টি উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। তবে দৌলতুপুর ও হরিামপুর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকায় মানুষের আরেক আতংক নদী ভাঙ্গন। প্রতিদিনই ভাঙ্গনে ঐ দুই উপজেলার মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আমরা নদী ভাঙ্গন প্রতিরোধে আপদকালীন জিও ব্যাগ ফেলাচ্ছি। নতুন নুতন এলাকার ভাঙ্গন ঠেকানে ব্যাবস্থা নিচ্ছি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ জুলাই ২০২০।

আরো পড়ুুন