মানিকগঞ্জে ১৬০ টাকায় কাচা মরিচ কিনে, ৪০০ টাকায় বিক্রি, ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ জুলাই:

মানিকগঞ্জে আড়ৎ মালিকরা ১৬০ টাকায় কাচা মরিচ কিনে ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন আড়ৎ এ অভিযান চালিয়ে এ অর্থদন্ড ও আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, দেশের বিভিন্ন জেলার মত মানিকগঞ্জের আড়ৎ ব্যবসায়ীরা কম দামে কাচা মরিচ কিনে বেশী দামে বিক্রি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর কাচার বাজার আড়ৎ, মোল্লা বাজার, পৌর কাচা বাজার ও মানিকগঞ্জ দুধ বাজারে অভিযান চালাই। অভিযানে দেখা যায় ১৬০ টাকায় ক্রয়কৃত কাচা মরিচ খুচরা বাজারে ৩৫০-৪০০ টাকায় বিক্রয় করছে।

এসময় দেখা যায় অতিরিক্ত মূল্যে কাচা মরিচ বিক্রয় করা, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয় ।

জাগীর আড়ৎ এর রুবেল ষ্টোর কে ২ হাজার, মেসার্স লেছু বাণিজ্যালয় ২ হাজার, মোল্লা বাজারের রাছেল ষ্টোরকে ৫ শত, মান্নান ষ্টোরকে ৫ শত টাকা এবং মানিকগঞ্জ দুধ বাজারের রুবেল ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে প্রচুর সংখ্যক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা ছাড়াও খুচরা ও পাইকারি বাজারের সকল ব্যবসায়ীকে ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করতে সংশ্লিষ্ট বাজার কমিটিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ সদর স্যানিটারি ইন্সপেক্টর এবং ৩৬ ব্যাটালিয়ন আনসার সদস্যগন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ জুলাই ২০২৩।

আরো পড়ুুন