মানিকগঞ্জ প্রতিনিধি, ৬ অক্টোবর:
মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ১০ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে শরু হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা স্ংগ্রহকারী দুইজন টেকনোলজিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত থাকায় নমুনা সংগ্রহ বন্ধ ছিল। তারা দুজনেই এখন করোনা ভাইরাস থেকে মুক্ত। এদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট কাজী মুহাম্মদ ইউনুস কাজে যোগদান করেছেন। আরেক মেডিকেল টেকনোলজিস্ট আব্দুস সালাম অচিরেই যোগদান করবেন। এছাড়া কাজে গতি ফেরাতে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন মেডিকেল টেকনোলজিস্ট দিয়েছেন সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় ১ হাজার পাঁচশো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ হাজার চারশো ৩৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন ব্যক্তি মৃত্যু বরন করেছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ অক্টোবর ২০২০।