মানিকগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ নভেম্বর:

ধর্ম অবমাননার অভিযোগ তুলে পার্বতীপুর ও মুরাদনগরসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকী এবং শহীদুন্নবীকে পিটিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে শহরের খালপাড়ের শহীদ রকিফ চত্ত¡রে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গুরুদাস রায়, সাধারণ সম্পাদক আশুতোষ রায়, জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি দীপক ঘোষ, সদর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন রাজবংশী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, নারী, আরেকদিকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মকে হেয় করে, তাদের ধর্মানুভূতিতে প্রতিনিয়ত আঘাত করে নানান অপপ্রচার চালানো হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন