মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ জুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান-বাঘজান এলাকায় অ্যাম্বুলেন্স চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১২ জুন) সকাল পৌনে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া (ইন্তাজগঞ্জ বাজার) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (২৬) ও কান্দা শাকরাইল গ্রামের দীনেশ হালদারের ছেলে দীপক হালদার (২৫)।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল এবং অ্যাম্বলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের দুই আরোহী।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ জুন ২০২১।

আরো পড়ুুন