মানিকগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ২ জুলাই

মানিকগঞ্জের সাতটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পথচারীদের মাঝে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করেছে সোসাইটি অফ ডক্টরস এন্ড সুডেন্টস অফ মানিকগঞ্জ।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দের হাতে মাস্ক ও দুটি পালর্স অক্সিমিটার সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।

এসময় সংগঠনের সভাপতি হামীম আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সমন্বয়ক ফাহিম মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যান্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই মাস্ক বিতরণ করেন সংগঠনের কর্মীরা।

পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন পয়েন্টে চলাচলরত পথচারীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি হামীম আশরাফ বলেন, আমরা মানিকগঞ্জের ৭টি উপজেলায় একযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আমাদের মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ জুলাই ২০২০।

আরো পড়ুুন