মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ অক্টোবর:
মানিকগঞ্জে সদরের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ বিষয়ে মানসম্মত সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় এ কর্মশালাটি বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) ফৌজিয়া খান।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আবুল কাশেম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবীন প্রমুখ।
স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় সদর উপজেলা পরিষদের আয়োজনে উক্ত কর্মশালাটি বাস্তবায়ন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
এতে ৪০ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যান পরিদর্শক, পরিবার কল্যান সহকারী ও ফার্মাসিষ্টকে দিন ব্যাপী কোভিড-১৯ বিষয়ে মানসম্মত সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি ও করণীয় বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ অক্টোবর ২০২০।