মানিকগঞ্জ প্রতিনিধি, ২ ডিসেম্বর
মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিউটি ট্যোবাকো ফ্যাক্টরী থেকে দুই হাজারেরও বেশি নকল সিগারেটের ব্র্যান্ডরোলসহ ম্যানেজারকে আটক করেছে র্যাব-৪।
বুধবার (২ ডিসেম্বর) মানিকগঞ্জ অঞ্চলের র্যাব-২ এর অধিনায়ক সিনিয়র এএসপি উনু মং এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব কর্মকর্তা উনু মং জানান, দীর্ঘদিন ধরে বিউটি ট্যোবাকো কোম্পানী নকল ব্র্যান্ডরোল দিয়ে তাদের কোম্পানীর কিং ব্ল্যাক ও বারবি নামের সিগারেটে নকল ব্র্যান্ডরোল লাগিয়ে বাজারজাত করে আসছিল।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ নকল ব্যান্ডরোল, কারখানায় উৎপাদিত অবৈধ সিগারেট ও কারখানার ম্যানেজার নবীন চন্দ্র সাহাকে আটক করা হয়।
এঘটনায় বিউটি ট্যোবাকোর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব-৪ এর সিনিয়র এএসপি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ ডিসেম্বর ২০২০।