মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ জুলাই
মানিকগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। সেই প্রাণঘাতি ভাইরাস এবার মানিকগঞ্জ জেলার অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে ধরা পড়েছে ২০১ জনের শরীরে। শনাক্তের হার ৩৫.৪৫ শতাংশ। এটাই এ পর্যন্ত জেলায় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড। তবে, রেকর্ড সংখ্যক শনাক্তের দিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
সোমবার (১৯ জুলাই) মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৬৭ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ২০১ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়।
আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৬১ জন, সাটুরিয়ার ২৮ জন, দৌলতপুরের ১৩ জন, ঘিওরে ১৫ জন, হরিরামপুরের ৭ জন, সিংগাইরের ৪৫ জন ও শিবালয়ের ৩২ জন।
জেলায় এ পর্যন্ত ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘন্টায় ২০৬ জন করোনা পরীক্ষার জন্য জন্য নমুনা দিয়েছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ জুলাই ২০২১।